আষাঢ় আকাশে সজল ঘন বরিষণ
বিরহিনী প্রিয়া উচাটনে আছে চাহিয়া,
প্রাণপ্রিয় যক্ষের আগমন
প্রত্যাশে ব্যাকুল হিয়া
ওগো মেঘদূত , যাও ত্বরা
বারতা দিও তাঁর ঠায়ে
তৃষ্ণার ভৃঙ্গার লয়ে একাকি নিরলে
বিরহিনী প্রিয়া ভাসে অশ্রুজলে।
আষাঢ় আকাশে সজল ঘন বরিষণ
বিরহিনী প্রিয়া উচাটনে আছে চাহিয়া,
প্রাণপ্রিয় যক্ষের আগমন
প্রত্যাশে ব্যাকুল হিয়া
ওগো মেঘদূত , যাও ত্বরা
বারতা দিও তাঁর ঠায়ে
তৃষ্ণার ভৃঙ্গার লয়ে একাকি নিরলে
বিরহিনী প্রিয়া ভাসে অশ্রুজলে।