স্মৃতির পটে কাটাকুটির মেলা,
মনে না মনে পড়ার ব্যকুল খেলা,
আঁখির উজানে দিই ভাসিয়ে ভেলা,
কেটে যায় দিবা ও রাত্রি বেলা।
হৃদয় জোয়ারে জমা হয় মাটি,
কঠিন পাষাণ দ্বীপ দুঃখের ঘাঁটি,
টেনে টেনে জড়ো করে চাপা দিই বাটি,
আশার আলোর খোঁজে পূবেতে হাঁটি।
চিন্মোহিনী হাওয়ায় নিদ্রা যায় টুটে,
দিনের অজানা স্বপন রাত্রি নেয় লুটে,
বাঁকানো ভ্রুকুটিতে বিরক্তি ওঠে ফুটে,
আশাহীন স্বপন কেবল হৃদয় খায় খুঁটে।
সংরাগ বিরাগ নিঃসীম যায় দূরে,
দুর্বহ উত্তাপ ছড়ায় সারা বক্ষ জুড়ে,
ব্যথা আবর্জনা যত শেষ হয় পুড়ে,
ভিনদেশী মন গায় তৃপ্তির সুরে।