গাঢ় অসুখ করলেও
অন্ধকার থেকে রঙ বেছে পিরিচে রাখি।
চাঁদের গা’য়ে –
উল্কি
যে কুয়োটা দিনে ঘুমিয়ে থাকে
রাত হলে জীবন্ত হয়
ওর জিভ
আমার পা দুটোকে টেনে নিয়ে গিয়ে
আছড়ে ফ্যালে…
বাতাস খুঁজি
এভাবে আগুনে সাঁতার কাটা শেষ হলে
তুলো জন্মের পাশে আকাশ দেওয়াল
গাঢ় অসুখ করলেও
অন্ধকার থেকে রঙ বেছে পিরিচে রাখি।
চাঁদের গা’য়ে –
উল্কি
যে কুয়োটা দিনে ঘুমিয়ে থাকে
রাত হলে জীবন্ত হয়
ওর জিভ
আমার পা দুটোকে টেনে নিয়ে গিয়ে
আছড়ে ফ্যালে…
বাতাস খুঁজি
এভাবে আগুনে সাঁতার কাটা শেষ হলে
তুলো জন্মের পাশে আকাশ দেওয়াল