আষাঢ়ের জলধারায় তুমুল উচ্ছ্বাস ,
উচ্ছল স্রোতে হারিয়ে যায় ধূসর চর আর
আগল ভাঙা বিষণ্নতার ভেতর একাকিত্বের ম্রিয়মাণ সুর।
ছিলো নিভৃত ক্রন্দন,
মেঘে ঢাকা সাঁঝতারা নক্ষত্রের ভিড়ে
হারিয়ে যাওয়া দিশাহীন স্বপ্ন,ধূসর মেঘবতীর ডানায়
জলকণা চোখ ছোঁয়, জেগে ওঠে মথিত হৃদয়ে বিরহী কাব্য।
কবিতার শরীর জুড়ে সুধাময় ব্যাকুলতা
ব্যঞ্জনার রূপান্তর,আমাদের মিলিত সুরে
কবিতার প্রাঙ্গন জুড়ে দোদুল্যমান উত্থানের শপথ।
মেঘমেদুর দিনান্তে সাঁঝবাতির আলো ছুঁয়ে
আঁধারের যবনিকায় ভেজা বর্ণমালা পঙক্তি,
অচেনা পথিকের পথ রেখায় হারিয়ে যায়, তবুও
সিক্তপ্রাণে ঝর ঝর মেঘমল্লার গানে, কবিতার শব্দ শুনি….।