প্রজাপতি মনে চপলতা সনে
প্রেমের ছোঁয়া পেয়ে,
অনুরাগে ভরে গেয়ে মধু স্বরে
বিতানে চলে ধেয়ে।
প্রেমের কলিকা বীথিকা যুথিকা
হাসিতে সুধা ঝরে,
মধুর হাসিতে প্রীতির রাশিতে
সোহাগে বুকে ধরে।
দিয়েছিলে তুলে মালতীর ফুলে
প্রীতির ছোঁয়া মাখি,
লাজে অবনত মুখ করে নত
প্রেমে ভরেছে আঁখি।
বাসর শয়নে চকিত নয়নে
তোমার চোখে দেখি,
ঠায় অপলকে আমাকে চমকে
বাহুতে বাঁধো সেকি!
এতো প্রেম দিয়ে ভরে দিলে হিয়ে
আবেশ জাগে প্রাণে,
থেকো মোর পাশে ঢেলে প্রীতি রাশে
প্রণয় পুষ্প ঘ্রাণে।
সুখ দরদীয়া তুমি গো রসিয়া
নীরবে রবে কাছে,
তোমায় মায়ায় প্রেমের ছায়ায়
প্রাণটা যেগো নাচে।
যদি করি ভুল করো নাকো তুল
মার্জনা করে নিও,
এ কাঙ্গালিনী দুখী রমনী
প্রেমের সুধা দিও।