অনেক না ঝরা অশ্রু জমিয়ে জমিয়ে
লিখেছি একটি কবিতা।
বেদনার পাহাড় ডিঙোতে চাইনি,
দিয়েছো আমারে সবই তা!
ক্ষীন হাসি ঠোঁটের কোনে—
তোমারই জন্যে শুধু রেখেছি
জোছনা দিয়ে আঁকবো ছবি–
শুধু তোমারই ,মনে ভেবেছি ।
ভেবেছি লুকোবো বোবা কান্না
সে শুধু আমারই যে একার
তোমাকে দেব ফুল-উপহার!
আকাশ-গঙ্গা পেরিয়ে এনে দেবো
নির্ঝরিনী ,কেবল তোমার চরণে।
এক আকাশ ভালোবাসা বুকে নিয়ে
খুঁজে ফিরি আজ ও ।
কান্না কখনো ব্যথায়,
কখনো আনন্দেও ঝরে!
“তুমি রবে নীরবে” চিরকাল,
শুধু আমারই বুকের গভীরে।।