আছো প্রিয়া জুড়ে হিয়া
ভালোবেসে জ্বালো দীয়া
মনটা তাতে ভরে,
তোমার মধুর রূপের ঝলক
ফেলতে ভুলি চোখের পলক
মুগ্ধতা যে ঝরে।
ঠাঁই নিয়েছো হৃদয় মাঝে
খুশির বীণ তাইতো বাজে
স্বপ্ন মনে আঁকি,
জীবন সাথী তোমায় পেলে
মন খুশিতে ডানা মেলে
প্রেমের পরশ মাখি।
তোমায় নিয়ে বাঁধবো বাসা
থাকবো সুখে বড়ো খাসা
প্রণয়পুরের দেশে,
মান অভিমান সকল ভুলে
ভাসবো দুজন প্রেমের কূলে
মধুর সুখের রেশে।
জেনো ওগো পরাণ প্রিয়া
ভাবনা শুধু তোমায় নিয়া
দিনরাত্তির যে মনে,
মনের ঘরে তোমার ছবি
জীবন মরণ তুমি সবি
থেকো আমার সনে।