তুমি আছো সহস্র মাইলফলক জুড়ে
দেশ হতে দেশ-দেশান্তরে
দ্বীপময় সমুদ্রের উত্তাল তরঙ্গ মাঝে
হৃদয়ের পরশে চেতনার সাগরে।।
তুমি আছো বিপ্লবী মন্ত্রে সাম্যের গানে
সাহিত্যাকাশে উজ্জ্বল চিরভাস্বর
তোমার সুরের সৌরভে মাতোয়ারা ধরা
তপনের তপ্ত আভা অবিনশ্বর।।
তুমি আছো প্রাণে নৃত্যে-নাটকে -গীতিকাব্যে
নদী-প্রান্তরে তৃষ্ণার্ত পাঠকের মননে
জ্বেলেছো দ্বীপ গীতবিতানে নববৈশাখী ছন্দে
ভাসিয়েছো সোনার তরী মানবকল্যাণে।।
তুমি আছো মৈত্রীসূত্রে হৃদয়ের দেবালয়ে
অক্ষয় আত্মার সুদৃঢ় বন্ধনে
অগ্নিবীণার ঝংকারে জাগাও সাক্ষাৎ প্রলয়
প্রাণের গোপনে রুধির দগ্ধ দহনে।।
তুমি আছো নিভৃত স্বপ্নে বিস্মৃতির অতলে
আছো অপরূপ কবিতার দেহলতায়
রক্তকরবীর অবয়বে প্রভাত-কুসুম-তরী সাজে
আবেশ মন্থর সতেজ সবুজ- আভায়।।
তুমি আছো হৃতস্পন্দনে ভালোবাসার সৌরভে
শাখায় শাখায় সুমধুর কলতানে
আগামীর ঋতু বৈরিতায় আদিগন্ত মিলেমিশে
আছো নির্জনতায় হৃদ-কাব্য রসায়নে।।
তুমি আছো স্বদেশের অমূল্য মৃত্তিকা জড়িয়ে
সোনার বাংলার নির্জন সরোবরে
দুঃখে-সুখে আনন্দ-বিরহে তোমার স্মৃতিখানি
স্মরিব আজীবন সানাইয়ের সুরে।।
তুমি রবে আম্রপালির চঞ্চল ভ্রমরের মত
গুঞ্জরিত কিশলয়ের রস আস্বাদনে
সহস্র আলোকবর্ষ পেরিয়ে বসন্ত আলাপে
ধন্য জীবনের সুর অনন্ত গীতবিতানে।।
তুমি রবে নীরবে নিঃশব্দ মনের মনিকোঠায়
গীতাঞ্জলি ছুঁয়েছে বিশ্বের হৃদয়
সাজিয়ে শ্রদ্ধাঞ্জলি নিকুঞ্জ নিবাসে বন্দনা করি
সঞ্চয়িতার উজ্জ্বল জ্যোতিতে তুমি মৃত্যুঞ্জয়।।