তোমার জন্যে ছিলো আমার যাওয়া
পৌঁছে দেখি সবাই আছে
তুমিই শুধু হাওয়া
চারিদিকে বৃষ্টিবাদল
বুকের ভিতর ঢেউ
এগিয়ে এসে ভেজা হাতে
হাত ধরেনি কেউ ।
মন তো খারাপ হতেই পারে
কোথাও তুমি নেই
তুমি তখন নিজের ভিতর
আছো আনন্দেই ।।
তোমার জন্যে ছিলো আমার যাওয়া
পৌঁছে দেখি সবাই আছে
তুমিই শুধু হাওয়া
চারিদিকে বৃষ্টিবাদল
বুকের ভিতর ঢেউ
এগিয়ে এসে ভেজা হাতে
হাত ধরেনি কেউ ।
মন তো খারাপ হতেই পারে
কোথাও তুমি নেই
তুমি তখন নিজের ভিতর
আছো আনন্দেই ।।