জীবনটা হত গদ্যময়,থাকত না কোনো ছন্দ,
থাকত না কোনো হর্ষ বিষাদ,থাকত না কোনো দ্বন্দ্ব।
থাকত না কোনো চাওয়া পাওয়ার মিথ্যে দলিল—
নীরবতার মাঝে তুমি শুধু কথার মিছিল।
বৃষ্টি ভেজা দুপুর বেলা,অথবা সাঁঝের পিদিম আলো,
একলা গহীন অন্ধকারে তুমি হাজার তারার আলো।
এক্কাদোক্কা,চু কিৎ কিৎ,কিংবা বুড়ি ছোঁয়া,
পাগলামির দোসর তুমি,মনের উতল হাওয়া।
ধূসর ঊষর জীবন মরুর তুমি মরুদ্যান
জীবনবীণায় মূর্ছনা তোলে দোঁহের প্রেমের গান।
সৃষ্টি সুখের উৎস তুমি,স্পর্শ সুখের উপাস্য—
সুখী আবহমানকালে বয় প্রেমের ধারাভাষ্য।
তুমি আমার জীবনের একমুঠো রোদ্দুর—
কাটানো সেসব সোনালী সকাল বড়োই স্মৃতিমেদুর।
তোমার রঙেই সাজিয়ে আমি তোমার ছবি আঁকি
তুমি বিনা শুকনো তুলি,দোয়াত খানাই বাকি।।