মন পাখিটা হা- পিত্যেশে
ফেলে চোখের জল,
কোথায় গেলে সুজন সখা
হারাই মনের বল।
তোমার আমি আমার তুমি
ছিলো সুখের ঘর,
তাসের মত পড়লো ভেঙ্গে
নামলো যখন ঝড়।
ছিলাম দোঁহে মিলে মিশে
বুকে ছিলো সুখ,
একটুখানি অদর্শনে
উপচে পড়তে দুখ।
কালের শমন আসবে যবে
যাবো তোমার পাশ,
থাকবো দুজন আগের মতন
হবে দুখের নাশ।
যেদিকে চাই শূন্যতা যে
গিলে খেতে চায়,
জীবনের রঙ ধূসর মলিন
তুমি ছাড়া হায়!