যেমন করে গ্রীষ্মের খরতাপে উত্তপ্ত দুপুরগুলো উজ্জ্বল হয়,,,
যেমন করে বসন্তের নরম ছোঁয়ায় কৃষ্ণচূড়া আর রাঙা পলাশ প্রাণবন্ত হয়,,,
আর গোধূলির সিঁদুর রাঙা মেঘ যেমন করে নস্টালজিক হয়ে ওঠে আকাশের চূড়ায়,,,
তেমন করেই,,, ঠিক তেমন করেই
শুধু তোমারই অহংকারে
তোমার অবিচল আত্মবিশ্বাসে
তোমার সংযমী অথচ বলিষ্ঠ নিয়ম-নীতি ও শাসনের আধারে থেকে
স্নেহভরা সুশীতল আশ্রয়ে নিরাপত্তার চাদরে ঢেকে
জীবনের প্রতিটা ক্ষণ সাজিয়েছি
নিঃস্বার্থ ভালোবাসার ফুলদানিতে।
আত্মত্যাগের অতন্দ্র প্রহরী হয়ে তুমি
স্বপ্ন বুনতে শিখিয়েছো জীবনের উর্বর ভূমিতে,
শিখিয়েছো নির্জন নীরবে থেকেও কিভাবে
মনখারাপের মেঘ সরিয়ে কাঠফাটা রোদ্দুরে নিজেকে উজ্জ্বল করতে হয়,
মানবীয় সজীবতার আদিগন্ত তুমি,
সৃষ্টির মাঝে তুমি তুলনাহীন,
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঐতিহ্যের উপমা তুমি,
তুমি প্রকৃতির একমাত্র প্রতিদ্বন্দ্বী,
যার স্বচ্ছতায় পূর্ণিমার চাঁদ হয় ক্ষয়হীন
যার প্রশংসার সুবাসে ধন্য হয় সুনীল আকাশ
যার নাভিমূলে প্রজ্বলিত থাকে জ্বলন্ত প্রতিবাদের সূর্য, যা জীবন গড়ার অঙ্গীকারে সদাই আবদ্ধ,
তুমি চির অপ্রতিরোধ্য।