ভালো লাগাটাকে উপভোগ করি ভালোবাসা পাপ নয়,
কতোদিন পরে যে এসেছে দ্বারে তারে কি ফেরানো যায়।
বিনিময় সে তো কতো কিন্তু হয় প্রেমও হয় বিনিময়,
মুখ চুম্বন পরম প্রাপ্তি প্রিয় যদি দেয় সে সময়।
ভাবিনি কখনো ফের দেখা হবে, হবে প্রেম বিনিময়,
অধরের সুধা ভেঙে সব বাধা হৃদয় জুড়িয়ে যায়।
হঠাৎই এমন ঘটে যায় কিছু প্রিয় তার বুকে জড়িয়ে নেয়,
সে এসেছে কাছে প্রমাণ রয়েছে বুক দুরদুর ভালো লাগায়।
লুকোচুরি খেলা কিছু অবহেলা কপট রাগেতে ভয়,
কভু আধো ছোঁয়া কিছু লেনাদেনা কতো কিছু ঘটে যায়।
চারিদিকে লোক কিছুটা অ-শোক কেউ আড় চোখে চায়,
আমাদের ভয় কেউ দেখে নেয় তবু প্রেমে মজি দুজনায়।
ভালো লাগে তাই দু বাহু বাড়াই তবু মনে লাগে ভয়,
শুধু আধো ছোঁয়া বিমনা বেদনা মন কুরে কুরে খায়।
তুমি চলে গেলে কাকে জলে ফেলে মধুরাত বৃথা যায়,
ঘুম আসে না যে কি কব সমাজে চোখে কালি পড়ে যায়।
মনে বৃন্দাবন ভাবি নিধুবন যমুনা যে ডাকে আয়,
সেথা যে কালা রে ভালোবাসি বলে মন পড়ে থাকে তায়।
শুনি যে বাঁশরি তাই ভয়ে মরি কুলটা কে বলে যায়,
যা বলে মানুষ নাহি ফেরে হুঁশ ভালোবাসি শ্যাম রায়।।