সময় হয়নি তখনো,
তুমি চলে গেলে।
তুমি চলে গেলে যখন আসেনি শরৎ
পড়েনি ডাক তখনো বনে বনে
ভ্রমরেরা পায় নাই নিমন্ত্রণ
নিভৃত কুঁড়ি ছেড়ে তোমার হৃদয়ের দ্বারে
তখনো ফুটেনি ফুল,
মুকুল হয়েছিল সবে ঝরে গেল তমসায়।
আকাশ তখনো হয়নি সুনীল
বাতাস তখনো বহে নাই ধীরে
নদীতে তখনো আসেনি জোয়ার
বনানী তখনো হাসে নাই মুখ তুলে
পাখীরা তখনো ফিরেনি কুলায়
কোকিল তখনো পারে নাই রব
তুমি চলে গেলে।
বাসর তখনো হয়নি সাজানো জীবনের গান তখনো হয়নি গাওয়া
প্রণয়ের মালা তখনো হয়নি গাঁথা
দেবতার পূজা হয়নি সাড়া
জীবনের অর্ঘ্য সাজিয়ে
আসনি তখনো তুমি দ্বারে
তুমি চলে গেলে।