আমি হাত বাড়িয়ে আছি
তবু তোমাকে স্পর্শ করতে পারছি না
দেখতে পাচ্ছি
যখনই ছুটে যাচ্ছি তোমাকে ছোঁবো বলে!
কিন্তু তুমি কোথায়! নেই তো আমার চারপাশে
তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে
দম বন্ধ হয়ে আসছে
তবে কি আমি মরুভূমিতে পথ হারিয়েছি ?
তুমি কি তবে মরিচীকা!
মুহূর্তের দৃশ্যমান ভুল!
আমি যে দিশাহীন
কোন দিকে গেলে পাবো সঠিক পথ আমার গন্তব্যের !
ঐ যে ধ্রুব তারা, যে বলেছিল দিক চিনিয়ে দেবে
সে যে কোথায় মুখ লুকিয়ে আছে!
একটা একটা করে সঞ্চয় করে রাখা স্বপ্ন গুলো
আজ সবই অধরা
স্পর্শ করতে পারিনা ওদের, অনুভব করতে পারি না
যেমন পারছি না তোমাকে ।