বৃষ্টি তুমি যে কেবল আমার।
দিনে রাতে অঝোর ধারায় বাদলা দিনে ঝরো,
তুমি কি আছো জেগে?
রিমঝিম বৃষ্টি
তুমি এ কোন অপরূপ সৃষ্টি সুধায় ভিজিয়ে সবুজ পাতায় ফোঁটা ফোঁটা জলের ধারায় বইয়ে দাও আনন্দের হিল্লোল!
তোমার জন্য প্রেমের বন্যায় হৃদয়ে ওঠে কল্লোল।
এমন ঘন ঘোর বাদল দিনে,
মন সবুজের বর্ষায়, হাতে হাত রেখে চলো কোথাও হারিয়ে যাই।
হাঁটবো তোমার গাঁ ঘেসে নীল দিগন্ত ছুঁয়ে ধানক্ষেতের আল ধরে,
পা পিছলে পড়ি যদি,ক্ষতি কি দুজনে কাদায়,
অনাবিল হাসিতে দুজনায় ভাগ করে নেব এই পরস্পরের সুখ সময়।
অবিন্যস্ত কপালের এলোমেলো চুল সরিয়ে বলবে এটাই তোমার তুমি।
তুমি আমার জীবন।
বৃষ্টির মতো সহজ সরলতায় আমায় করো আপন।
আমার ভিজে চুল, সিক্ত ঠোঁট, ভিজে বসনে তখন মেঘের লুকোচুরি খেলা।
গোধূলি আলোয় লজ্জায় মুখ রাঙা।
আঙুলে আঙুল ছুঁয়ে বলবো, এটাই আমি খুব সাধারণ।
এটাই আমার জীবন।