একবার নয়; দুইবার নয়;
আমি বারবার দেখেছি তুমি আমার নয়,
এতদিনের গৃহবাস; এতদিনের সহবাস–
তবু যেন হয়নি কোনো মন বিনিময়।
কত অসহ্য যন্ত্রণার পরিপাটি অপমান নিয়ে একজন কবি হতে হয়
আমার অভ্যাসগুলো সর্বসমক্ষে আজ–
রাখতে পারেনি বঝায় সামাজিক সমন্বয়,
তুমি পাল্টে দিয়েছে আমায়
আবার তুমিই জিজ্ঞেস করছ কেন পাল্টে গেলাম?
তুমি তো ভুল পথে চালনা করেছ আমায়
তবে কেন এত প্রশ্ন করছো আমায়?
একবার নয়; দুইবার নয়;
আমি বারবার দেখেছি তুমি আমার নয়।