আরব্যরজনীর কাহিনী মানেই চোখের সামনে
ভেসে ওঠে কল্পনার এক রঙিন জগত,
আশ্চর্য প্রদীপ থেকে বেরিয়ে আসা মস্ত এক জীনি,
যার হাত ধরে আলাদিন তার অগোছালো বিবর্ণ
জীবনকে সাজিয়ে তোলে এক রঙিন মোড়কে।
সেভাবেই বাস্তব জীবনকে আলোকোজ্জ্বল বর্ণমালায় সুন্দর করে সাজিয়ে দিতে তুমিই তো সেই জীনি,
সংসার জীবনে চুমুক দিয়ে বিশ্ব রসায়নের স্বাদ নিতে, জীবনের সকল জঞ্জালের স্তূপ সন্তর্পনে সরিয়ে
নিদারুণ এক চিত্রকলায় প্রাণকে সাজিয়ে দিতে,
সংস্কৃতির মেরুদন্ডে এক শৈল্পিক ভাবনার প্রসার ঘটাতে
তুমিই তো সেই নেতা নামক ভগবান।
তুমি তো সেই “শিক্ষক” নামক কান্ডারী,
যার হাত ধরে জীবন সমুদ্র পার করি সততা ও আত্মবিশ্বাসে ভরা এক সাফল্যের ভেলায়।
জীবন ইতিহাসে অবিরত ন্যায় যুদ্ধরত
এক নির্ভীক যোদ্ধা তুমিই তো,
অমানবিক সমাজের মানবিকতার কিরণ তুমি,
তুমিই তো সত্যের স্বাধীন সত্ত্বা।