সম্পর্কের সুতো যখন আলগা হয়ে আসে,
ভীড় করে নৈঃশব্দের কালো মেঘ,
ছটফট করে সুনামী ঘুর্নিঝড়ের নীল যন্ত্রণায়,
মনের গভীরের আকুলিবিকুলি ভয়ার্ত ছায়া
দগ্ধে মরে বোবা চাপা কান্নায়……
পড়ে থাকে অবয়বহীন খোলস
নৈবেদ্য ছাড়া পুজোর থালার মত,
ভোকাট্টা ঘুড়ির পরাজিত হাহাকার
হারিয়ে যায় চিরতরে নিঃসঙ্গতায়…..
নিশ্চল মন্থর সময়ের ঘন্টাঘর
যেন ভাঙা পরিত্যক্ত দেউল,
ভালোবাসা যখন হারায় ঠিকানা-
শুকিয়ে মরে পোয়াতি নদীর সাধ আহ্লাদ।
হৃদয় হয় কক্ষচ্যুত
বৃন্তচ্যুত ফুলের মত………