তুই ছিলি বলে,
শিউলির সুঘ্রাণ তোর শরীরেই মানায়।
তুই ছিলি বলে,
পদ্মের দল তোর আঁখি পল্লব হয়ে যায়।
তুই ছিলি বলে,
শিউলির কমলা রঙ তোর কপালেই শোভা পায়।
তুই ছিলি বলে,
পদ্মের দল তোর ঠোঁট ছুঁয়ে যায়।
তুই ছিলি বলে,
শিউলির সতেজতা তোর মুখমন্ডলে।
তুই ছিলি বলে,
পদ্মের জল তোর কপোল তলে।
তুই ছিলি বলে,
শিউলি পড়েছে সমস্ত বৃক্ষতলে।
তুই ছিলি বলে,
পদ্মের দল মাথা নাড়ায় ঐ বাতাসের তালে।
তুই ছিলি বলে,
মেঘলা আকাশ ডাকছে শিউলি তলে।
বলছে তারা কুড়িয়ে নিয়ে,
দিয়ে দিস ঐ দেবতার পদতলে ।।