গগনে গরজে মেঘ তীব্র ঘনঘটা
অঝোর ঝরন ধারা প্লাবন সমান
জল থৈথৈ চারিধার দাদুরির গান
নভ জুড়ে জীমূতের কালো কেশ জটা।
ঘন ঘন পড়ে বাজ বিদ্যুতের ছটা
তরুলতা দুলে দুলে করে সুখে স্নান
অবারিত বরিষণে উদ্বেলিত প্রাণ
সুদূর তমসা ঘন ক্ষীণ আলো কটা।
গুরুগুরু ডাকে দেয়া শূণ্য চরাচর
বলাকারা ভিজে ভিজে উড়ে নভ পর।
শঙ্খচিল নদীবক্ষে ঘুরে ফিরে চুপ
মাছ দেখে ঝুপ করে দেয় ঝাঁপ জলে
মেঘেদের দাপাদাপি ভয়ঙ্কর রূপ
দুরুদুরু কাঁপে বুক ত্রাস হিয়া তলে।