তিয়াসার স্বপ্ন
তিয়াসার বয়স এখন দশ।আজ থেকে তিন বছর আগে মা মারা যায় পাহাড়ে গাড়ি দুর্ঘটনায়।তিয়াসা,মা ও বাবার মতো পাহাড় ভালোবাসে।ছাঙ্গু লেক যাবার সময় তিয়াসাদের গাড়ি উল্টিয়ে যায়।তিয়াসার মাকে খূঁজে পাওয়া যায় নি।গভীর খাদে কোথায় পড়েছে কে জানে!!
তারপর তিন বছর পর আবার তিয়াসারা ও আরেক বন্ধুর ফ্যামেলি মিলে সিমলা ,কুলু ,মানালি বেড়াতে এসেছে।তিয়াসা মন খারাপ লাগে ,ওর বন্ধুর কি সুন্দর মা আছে।তিয়াসা সব সময় ওর বাবাকে বলে ঘর অন্ধকার করলে মা আসে।তিয়াসাকে ঘুম পাড়িয়ে দেয়।ওরা জিপে করে রোটাং পাস যাচ্ছিল।এক জায়গা গাড়ি দাঁড়ায় কিছুক্ষণের জন্য।তিয়াসা ও ওর বন্ধু মিলি ,আর কাকিমা ঘুরছিল।হঠাৎ কাকিমার মাথা ঘুরে খাদে পড়ে যাচ্ছিলেন।অনেকেই দেখেছেন একজন ঘোমটা পড়া ভদ্রমহিলা কাকিমাকে ঠেলে ভিতরে ফেলে দিলেন।সবাই হইহই করে ওঠে।সবাই বলে ঘোমটা দেওয়া ভদ্রমহিলা কোথায়?তিয়াসা বুঝতে পারে ওর মা এসেছিল।।আসলে তিয়াসা মা হারিয়ে এত কষ্ট পাচ্ছে।মিলি যেন একইরকম কষ্ট না পায়,তাই মা কাকিমাকে বাঁচিয়ে দিয়েছিলেন।কাকিমাও বলেন ভদ্রমহিলার কি ঠাণ্ডা হাত।চোখটা দুখী দুখী ভাব।ঘোমটা দিয়ে মুখ ঢাকা ছিল।