গিলেছি গরল শত সহস্র নক্ষত্রপুঞ্জের মত
তিরস্কার কুড়িয়েছি উন্মুক্ত হস্তে, আঁচল ভরে
পালিয়ে বেরিয়েছি কল্পলোকের
এক শহর থেকে আরও এক শহরে।
কখনো দেখেছি বিবেকের অজুহাত
কখনো পেয়েছি অসম্মানের জ্বালা
কখনো দু চোখের স্বপ্নকে দেখেছি
কাঁচের টুকরো হয়ে ঝরে পড়তে,
স্বপ্নের বিবর্ণ ক্যানভাসে ধরা পড়েছে আপন মিথ,
পঙ্কিল মনের আঁধারে লুপ্তপ্রায়
সে যেন এক শবের পুঁটুলি,,,।
তবুও টিকে থেকেছি, যায়নি হারিয়ে।
গোল্ড ফ্লেক বা চারমিনারের ধোঁয়ায় যায়নি তলিয়ে
নিকোটিনের গন্ধে ভাসাইনি নিজেকে ,
কখনও রঙিন পেয়ালার রঙে
রাঙাই নি নিজেকে তোমার জন্য,
না, কোনো প্রতারকের তকমা গাঁথিনি আমি
তোমার জীবনের সুখের দেওয়ালে।
কতশত অবাধ্যতায় গর্জে উঠেছি
পিপাসায় গিলেছি কবিতার শরীর
ক্ষতবিক্ষত করেছি হৃদয়ের সাজানো বাগান কে,
চিৎকার করেছি অবোধ শিশুর মতো
বন্ধ জানালার কাঁচের ভিতর থেকে
চাতক দৃষ্টিতে দেখেছি বৃষ্টির অঝোর ধারা ,
অনুভবে ছুঁয়েছি শীতলতা।
তবুও টিকে থেকেছি, যাইনি ফুরিয়ে।