তার সারা শবীরে
ছড়িয়ে থাকে
সুরের ধানবীজ
ক্রমশঃ গান হয়ে ওঠে
ঘোর বৃষ্টি নামে
জানালা খুলে দেখি
এক চিল মেঘ নেই আকাশে
আশ্চর্য মাঠ
রাত বিছনায়
মগ্ন জলস্ত্রোতে চান করে
হৃদয়
তার সারা শবীরে
ছড়িয়ে থাকে
সুরের ধানবীজ
ক্রমশঃ গান হয়ে ওঠে
ঘোর বৃষ্টি নামে
জানালা খুলে দেখি
এক চিল মেঘ নেই আকাশে
আশ্চর্য মাঠ
রাত বিছনায়
মগ্ন জলস্ত্রোতে চান করে
হৃদয়