আমাকে ভালবাসবে কিনা
তা সে জানে
আমার আদর্শকে সে মেনে নেবে কিনা
তা সে জানে
আমার সততাকে কেউ সততা বলবে কিনা
তা সে জানে
এই নীরবতাকে কেউ প্রতিবাদ রূপে নেবে কিনা
তা সেই অপরাধীই জানে
আমার জীবনসঙ্গী আমার জীবনের সঙ্গী হবে কিনা
তা সে জানে
আমার সোজা পথের সোজা বিচরণের ব্যাকরণ—
সোজাভাবে নেবে কিনা
তা সে জানে
আমার সকল সত্যকে সহজভাবে গ্রহণ করতে পারবে কিনা
তা সে জানে
জন্ম;ধর্ম;কর্মের পরেও যে পরিচয় আছে আমার—
তাকে পরিচয় বলবে কিনা
তা সে জানে।