ঝরুক বৃষ্টি টাপুর টুপুর
গ্রীষ্ম কালের নিদাঘ দুপুর,
ছন্দ তোলে বৃষ্টি নূপুর
এবার জলে ভরবে পুকুর।
ছন্দে শিশু নেচে চলে
কাগজ নৌকা জমা জলে,
ভাসায় শিশু খেলার ছলে,
তালি দেয় দলে দলে।
ঝরুক বৃষ্টি টাপুর টুপুর
গ্রীষ্ম কালের নিদাঘ দুপুর,
ছন্দ তোলে বৃষ্টি নূপুর
এবার জলে ভরবে পুকুর।
ছন্দে শিশু নেচে চলে
কাগজ নৌকা জমা জলে,
ভাসায় শিশু খেলার ছলে,
তালি দেয় দলে দলে।