আলো ও আর্শীবাদ সবার জন্য নয়
সিন্দুকে তালা
যেটুকু উপচে পড়বে
ভিক্ষায় দেব
সাদামাটা ভিক্ষারি দের
চওড়া ঠোঁট
মন নিংড়ে সব মিষ্টি
বের করে নিয়ে
লাল লঙ্কা আর নিমপাতা শুধু
আকাশে সিংহাসন পেতে
ফুলে ওঠা বুক
ত্রিকাল-নদীর দুর্গন্ধ জানান দেয়
অগুনতি তাজা তাজা
রক্ত মাংস হজম করেছে
সিন্দুকের পিতা
এখন তালা ভাঙার পালা