আগ্নেয়গিরির আস্ফালন কোণঠাসার আরেক পুরিয়া!
লাভাস্রোত বহমান! তপ্ত দীপ্ত লাভার স্পর্শে
নয়ছয় মানুষজন, পায়ের তলায় জমি-টাও
ম্যালেরিয়ার মতন!
উদ্ধত তীরগুলো লণ্ডভণ্ডের নেশায় পেশায়
ভয়াল বলয়ের মধ্যমণি!
ঘিলুর ভেতর অশান্তির গোপন চাবিকাঠি,
বুদ্ধ বা যীশুরা সেখানে বর্জিত মসনদে
কান্নায় মশগুল সভ্যতার পরিহাসে ।
মগজের উত্তাপের সিন্দুকে পূতাগ্নি হাতে
চেতনা-ই তখন পতিতপাবন।
অশুভ বাক্যগুলোর দশা দশাসই পরাস্তের
দুঃখে যাক্ মুষড়ে,
তপোবনে অনাবিল নীরব-নিথরে সুস্থতার
স্রোতে-স্রোতে জ্বলে শান্তির দিয়া,
আগ্নেয়গিরির বিস্মরণে নজিরবিহীন ভিন্ন পুরিয়া!