রাত চাদরের নীচে
চোখ বন্দ করে শুয়ে থাকে রঙিন বাড়ি গুলো
অথচ
ভেতরের প্রাণ গুলি চোখ খুলে ধূসর অগোছালো স্বপ্ন গোছাতে থাকে।
এই গোছানো ব্যাপারটা একটা end less journey
এভাবেই তোমাকে গোছাতে থাকি রোজ
অদৃশ্য অন্দরমহলে
এলোমেলো পাঁপড়ি গুলো কে ফুল হতে বলি
অবাধ্য হাওয়ায় ভুল হয় শুধু
ভাঙাচোরা দু হাতে কুড়িয়ে
কত রূপে জন্ম দিই…
কত রঙে শব্দ আঁকি
বোকা আঙুলে
অন্তঃপুরের আলো নিভু নিভু হয়ে এলে
সেই হরিণ শান্ত চোখ দুটি
আয়ুর সলতে উসকে দেয়