কথা দিয়েও শেষ দেখা হল না
এ ভাবে কেন চলে যাওয়া ?
বিশ্বপারাপারে ভোরের ছোঁয়ায় রাত চলে যায় ,
প্লাবিত নদীর কূল বেয়ে
কলার মান্দাসাতে বেহুলা যেদিন ভেসেছিল
স্মৃতিপটে তার ছবি
এখনো সতেজ সবুজ
‘ টেম্পেস্ট ‘ কিংবা ‘ গড়িলা হান্টারস ‘ এর
জঙ্গলে পা রাখতে আপনিই শিখিয়েছিলেন
আপনার কন্ঠে উচ্চারিত সংস্কৃত শ্লোক
আমরা তখন কন্ঠস্থতে ব্যস্ত
‘ নর – নরৌ – নরা … ’
কঠোর শব্দের নিপীড়নে দিশেহারা
সাহিত্যের প্রথম পাঠ আপনার ক্লাসেই
বুঝতে শিখেছিলাম টলষ্টয়
আবার বঙ্কিমচন্দ্রকেও আপনি ছাড়েননি
ভাষাজ্ঞান কী তখনো বুঝিনি
তবুও ত ভালবেসে শেখা
কোন ফাঁক ছিল না সেই শিক্ষার
ছিল না কোনো অতি রঞ্জিত আবেগ
যা ছিল সবটাই হৃদয়ের উপলব্ধির, নিবিড় সম্পর্কের ,
আজও মন কাঁদে , ফিরে যেতে চায় যেখানে হয়েছিল
পাঠের শুরু
আমার এ কোনো শোকগাথা নয়
নয় কোনো আবেগ তাড়িত সন্ধ্যার কথকতা
শুধু নিস্বার্থ ভালবাসা , শ্রদ্ধা যা আজো আছে জেগে
আজ স্যার বহুদূরে , যেখানে আছে অজেয় শান্তির নীড়
যেখানে নক্ষত্র খচিত শুভ্র ফুলেরা ফোটে
সেখানে নত করি মাথা
অদৃশ্য পায়ের কাছে রাখি ফুলের স্তবক
আর দু ফোঁটা অশ্রুজল ।
Darun shraddha njali