Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » তরঙ্গ || Dipanjali Biswas

তরঙ্গ || Dipanjali Biswas

কঠিনে কোমলে কত সূক্ষাতিসূক্ষ বিন্যাসে বাঁধা থাকে গভীরের তার!
কোথাও একচুল বিচ্যুতি হলেই ছন্দপতন অনিবার্য..।

গভীরের তরঙ্গ অগোচরে ভাঙতে ভাঙতে একসময় সকল অন্তরাল ছিঁড়ে প্রকট হয় সম্মুখের চলমান ধ্বংসস্তূপে!

অথচ..কঠিনে কোমলে এই তো বাঁধা ছিল গাঁটছড়া!
গভীরের শান্ত সহাবস্থানে এই তো বয়ে চলছিল প্রশান্তির বারিধারা…!
তবে আকস্মিক কেন এমন অস্থিতি?কেন এমন বিচ্যুতি?
কেন এই ধ্বংসের উন্মাদনা?

তবে কি এমন সুচারু বন্ধন বিচ্ছেদের পূর্বাভাস?
নিয়ন্ত্রণাধীন নিয়মনীতি আর নিয়তির প্রহসন?
না কেবলই বিভ্রম..!

এই তরঙ্গের খেলাতেই তো মেলে রেখেছি দৃষ্টি
অদূরে নদী… বহমান….
আর তটরেখা ধরে যতদূর দৃষ্টি যায় কেবলই দেখি তরঙ্গের ভাঙাগড়া…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *