কঠিনে কোমলে কত সূক্ষাতিসূক্ষ বিন্যাসে বাঁধা থাকে গভীরের তার!
কোথাও একচুল বিচ্যুতি হলেই ছন্দপতন অনিবার্য..।
গভীরের তরঙ্গ অগোচরে ভাঙতে ভাঙতে একসময় সকল অন্তরাল ছিঁড়ে প্রকট হয় সম্মুখের চলমান ধ্বংসস্তূপে!
অথচ..কঠিনে কোমলে এই তো বাঁধা ছিল গাঁটছড়া!
গভীরের শান্ত সহাবস্থানে এই তো বয়ে চলছিল প্রশান্তির বারিধারা…!
তবে আকস্মিক কেন এমন অস্থিতি?কেন এমন বিচ্যুতি?
কেন এই ধ্বংসের উন্মাদনা?
তবে কি এমন সুচারু বন্ধন বিচ্ছেদের পূর্বাভাস?
নিয়ন্ত্রণাধীন নিয়মনীতি আর নিয়তির প্রহসন?
না কেবলই বিভ্রম..!
এই তরঙ্গের খেলাতেই তো মেলে রেখেছি দৃষ্টি
অদূরে নদী… বহমান….
আর তটরেখা ধরে যতদূর দৃষ্টি যায় কেবলই দেখি তরঙ্গের ভাঙাগড়া…!