সোজা পথ ভালোবাসি
আলো যেমন
তবু আঁধার জুড়ে
চিন্তা ভাঙে নিঃশব্দে
অনেক ক্ষয়ের মধ্যে
কিছু সঞ্চয় যত্নে রাখি
তুলোর হৃদয়ে
যাত্রা শুরুর পর
সাফল্যের ঠিক আগে অবধি
যাবতীয় হোঁচট -গুরু
প্রণাম সূর্য মাতা
তমস্বিনী।
সোজা পথ ভালোবাসি
আলো যেমন
তবু আঁধার জুড়ে
চিন্তা ভাঙে নিঃশব্দে
অনেক ক্ষয়ের মধ্যে
কিছু সঞ্চয় যত্নে রাখি
তুলোর হৃদয়ে
যাত্রা শুরুর পর
সাফল্যের ঠিক আগে অবধি
যাবতীয় হোঁচট -গুরু
প্রণাম সূর্য মাতা
তমস্বিনী।