তবু মনে রেখো
ক্ষণিকের অতিথি হয়ে,
এসেছি যে ধরায়
বসন্ত সময়ে।
চলে যেতে হবে একদিন
রেখে যাবো কত স্মৃতি,
কত হাসি গান
অন্তরের মধুর প্রীতি।
রয়ে যাবে পিছুটান
শস্য শ্যামলা ভূমে,
সোনালি ধানের খেত
আর রাঙামাটি চুমে।
তবু মনে রেখো
ক্ষণিকের অতিথি আমি,
কিংশুক পলাশ রাগে
রঞ্জিত মন আজ অভিমানী।
চৈতির উষ্ণ ছোঁয়ায়
মর্মরিত ধ্বনি পাতায়,
বেদনার বাঁশি সুরে
নেবো যে বিদায়।