বৃত্ত আঁকার কম্পাসটা বড্ড ছোট আমার—
আবেগে ঠকতে ভালোবাসি বারবার।
সমুদ্রের বেলাভূমির চেয়ে মরু বালিয়াড়ি বেশি প্রিয়।
স্বাধীনতার ভার বহনে অক্ষম আমি,
সুখের স্বাদ নোনতা আমার কাছে।
মিলনের চেয়ে বিচ্ছেদের সুর ভাবায় আমাকে।
আশাহীনতায় বাঁধি বুক বারবার।
না,নৈরাশ্যবাদীর ভিড়ে মিশে যাই নি আমি!
এখনও স্বপ্ন দেখতে ভালোবাসি বাঁচবার—
যে বাঁচায় কষ্ট আছে,আছে বেদনা।
অব্যক্ত এক কষ্ট থেকে জন্ম নেয় শিল্প—
যা সুখের তা তো ক্ষণের!
প্রতি পলে হারিয়ে নতুন করে পাওয়ার আনন্দ অসীম।
মরুদ্যানের ক্ষণস্থায়ীত্বে বিমোহিত নই আমি,
মরুঝড়ে মুছে দিতে চাই দিগন্তরেখা।
মরিচীকা আছে বলেই তো সৃষ্টি হয় নতুন করে চলার প্রেরণা।।