তোমাকে ভালোবাসার অধিকার আমার নেই, তবু তোমাকেই আমি বারবার ভালোবেসে ফেলি !
তোমাকে দেখার অধিকার আমার নেই, তবু তোমাকে আর কেউ দেখলে ভীষণ হিংসা হয় !
তোমাকে ছুঁয়ে দেখার অধিকার আমার নেই, তবু স্বপ্নে তোমাকে কতবার ছুঁয়ে গেছি !
তোমার ভালোবাসা পাবার অধিকার আমার নেই, তবু মনে হয় তুমি শুধু আমাকেই ভালোবাসবে !
তোমাকে নিজের করে পাওয়ার অধিকার আমার নেই, তবু আমি স্বপ্ন দেখি তুমি একদিন আমার হবে !
তোমার রূপের প্রশংসা করার অধিকার আমার নেই, তবু আমি মানতে পারি না আর কেউ তোমার প্রশংসা করুক !
তোমাকে আটকে রাখার অধিকার আমার নেই, তবু মনে হয় তোমাকে শুধু আটকে রাখি আমার হৃদয়ে একান্ত নিজের করে !
হয়তো কোনো একদিন এই অনধিকারের প্রাচীর ভেঙে যাবে,আর তুমি থাকবে আমার হয়ে,একান্ত আমার হয়ে!