তোমার ভিতর আমি তোমাকেই ফিরে পেতে চাই
আজও পার্কে রেস্তোরায় আগের মতো ছুটে যাই।
যখন লুপ্ত-প্রেম স্মৃতি নিবিড় অনুভূতি হয়ে ওঠে
সে নিবিড় সুখ আর ক’জনের ভাগ্যে বল জোটে?
আমি এক অন্ধ প্রেমিক আজ বুকে নিয়ে শোক
জানি প্রেমে মুক্তি নেই তবু চাই কিছু একটা হোক।
তোমার ভিতর আমি তোমাকেই ফিরে পেতে চাই
আজও পার্কে রেস্তোরায় আগের মতো ছুটে যাই।
যখন লুপ্ত-প্রেম স্মৃতি নিবিড় অনুভূতি হয়ে ওঠে
সে নিবিড় সুখ আর ক’জনের ভাগ্যে বল জোটে?
আমি এক অন্ধ প্রেমিক আজ বুকে নিয়ে শোক
জানি প্রেমে মুক্তি নেই তবু চাই কিছু একটা হোক।