কখনও নরম রোদে দাঁড়িয়ে অস্তাচলের সূর্য দেখা হয়নি,
দেখতে দেখতে গোধূলি বেলা চলে এলো-
বিরক্ত, ক্লান্ত সূর্যের দিকে তাকাতে গিয়ে
নিজেই ক্লান্ত,অবসন্ন!
পড়ন্ত সূর্যের তাপ দগ্ধ করে মন ও মস্তিস্ককে,
আসলে শেষ বেলার হাহাকার কার ভালো লাগে বলো!
তবু গোধূলির অস্তরাগে সাঁঝবেলাকে আমণ্ত্রণ জানাই-
উদীয়মান চাঁদের লুকোচুরি খেলা দেখতে দেখতে-
তারাদের উঁকিঝুঁকি আবিষ্কার করি;
এ যে শেষের শুরু।
রাতচরা পাখিদের নবজাগরণ মৃত্যুভয়হীন,
তাই বুঝি নিস্তব্ধ রাতের বুকে শান্তি নিশ্চিত।
আগামীতে একটা নতুন ভোরের স্বপ্ন রাতের খয়াটে চাঁদের বুকে••
জনান্তিকে আঁকড়ে ধরে আমৃত্যু যাপনে এগিয়ে যাবো।
তবুও যাপন (Tobuo Japon by Ranjana Guha)