লিখতে লিখতে হঠাৎ একদিন মনে হলো
আমার মন,মনকে ছেড়ে,আমাকে ছেড়ে
যেন চলে গেছে এখান থেকে অন্য কোথাও
সরে পড়েছে যেন অন্য কোনএক গভীর নীরবতার আড়ালে
জানি,প্রেমেরও আড়াল থাকে সাময়িক অভিমানে
তবে কি আমার মনেরও অভিমান হলো !
যদিও এই অভিমান অলক্ষ্যে ধিকি ধিকি জ্বলে
আমাকেও পোড়ায় ক্রমাগত
আর এই সব অদ্ভুত অনুভূতিগুলো
আমার কষ্টের দীর্ঘশ্বাস ছুঁয়ে থাকে
সময় বয়ে যায়, বাতাসও যায়
নদীও বয়ে চলে স্রোতের টানে
শুধু ভাবনা চিন্তাগুলো মনকে জড়িয়ে থাকে
যে মন এই মনেরই অধীন আজীবন
যে মন এই হৃদয়েরই অধীন আজীবন
আসলে যে কোনও সময়ে যে কোন আবহে
প্রতিটি মন তার নিজস্ব খেয়ালেই চলে
আর এভাবে চলে বলেই তাড়িয়ে নিয়ে যায়
সামনে পেছনে দূরে কাছে আড়ালে আবডালে
তবুও কিন্তু মন মনের কাছেই বাঁধা পড়ে
তবুও আমার এই মনকে ধরে বেঁধেই এখন
শুরু হয় আমার কবিতা যাপনের সমূহ প্রস্তুতি ।