বুকের ভেতর জড়ানো সে অর্কিড
মাথা তুলে রয় বেঁচে,
পাহাড়িয়া পথ দুর্গম বন্ধুর।
দুরতিগম্য সেই পথে
পা ফেলে চলা পাহাড়ের খাঁজে,
উপরে আকাশ দিগন্ত ছোঁয়া
নীচে সাদা মেঘ ভাসে,
তবুও জীবন জীবন খোঁজে যে
দুর্গমতার মাঝে।
বুকের ভেতর জড়ানো সে অর্কিড
মাথা তুলে রয় বেঁচে,
পাহাড়িয়া পথ দুর্গম বন্ধুর।
দুরতিগম্য সেই পথে
পা ফেলে চলা পাহাড়ের খাঁজে,
উপরে আকাশ দিগন্ত ছোঁয়া
নীচে সাদা মেঘ ভাসে,
তবুও জীবন জীবন খোঁজে যে
দুর্গমতার মাঝে।