যদি আমাকে উড়ে যেতে হয় দূর প্রান্তে তোমার জন্য–
আমি বিহঙ্গের মতো উড়তে রাজি আছি,
তবে দুটি ডানা পেতে পারি কি!!
প্রয়োজনে আমি মেঘ হতেও রাজি।
বৃষ্টি পথ ভুলে গেলে তাকে পথ দেখিয়ে আনতে পারি,
গরমে হাঁসফাঁস পশুদের কাতর চাহনি ,
বসুন্ধরা আজ দাবদাহে বড্ড পিপাসার্ত–
ধরিত্রীর কোনো জায়গায় শুষ্ক,
বৃষ্টিহীন খরা, কোনখানে আর্দ্র–
মহী সুর করে গান ধরেছে বৃষ্টি আসুক বৃষ্টি আসুক,
জ্বলে পুড়ে গেল সব ,জ্বলে পুড়ে গেল,
পাখিরা নীল দিগন্তে উড়ে চলেছে যেন চাতক পাখির মতো–
ফটিক জল ফটিক জল করে বৃষ্টির সন্ধানে ,
শঙ্খচিল যে কাঁটাতারের এপার ওপারের খোঁজ আনে,
সে ও বৃষ্টির খোঁজে অন্য কোথাও চলে গেছে,
হঠাৎ এক বৃষ্টির ফোঁটা বলে ওঠে
সব গাছপালা কেটে নগর বানাও–
সবুজ ধ্বংস করেছ এবার জ্বলে পুড়ে মরো,
তোমাদের পুকুর খাল বিল গাছপালা সব কোথায় হারিয়ে গেল!
কৃপণ মেঘের তাইতো এতো কৃপণতা,
আয় বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে
যতই বলো
বৃষ্টি কোথায় হারিয়ে গেছে সব তোমাদের দোষে।