তোমাকে ফিরতেই হবে গ্রহণ ছাউনি
ছেড়ে নির্মেঘ নীলাভ অন্তরে ।
যাক না যাক একটার পরে একটা
বরেণ্য বসন্ত ছেড়ে !
আমি আশালতা ভরসার নির্লিপ্ত অপেক্ষায় আছি ।
তোমাকে পাওয়া না -পাওয়ার দোলাচল দূরত্বে
এক প্রশ্নহীন পৌষশীতল পাহাড়ের নিরুদ্বেগ বাসিন্দা আমি ।
তোমাকে ফিরতেই হবে একদিন ,
শুধু এই বিশ্বস্ত বিশ্বাসের প্রণয়ী আলোকে
নিজেকে বিমুক্ত রেখেছি ।
এইতো আমি পেতেছি স্পর্শহীন বিমুগ্ধ হাত
তোমার শান্ত সমাহিত হিমাদ্রি স্পর্শ পাবো বলে ।
শত শত অভিজ্ঞ ব্যর্থতার নোনা স্রোতে
বানভাসি হতে হতে
আমি এখন প্রাজ্ঞ কবিতার মাঝখানে দাঁড়িয়ে !
আনন্দ শোকের বিপ্রতীপ ঝাপটায়
আমি মহান মৃত্যুর মতো অকাতর অবিচল আছি ।
আমার কোনো আহ্নিক তাড়া নেই ।
শুধু “তোমাকে ফিরতেই হবে “
এই বর্ণ প্রবাহের নিমগ্ন ধ্যানে
আমি তথাগত অপেক্ষায় আছি ।