(আমার) অগোছালো শহরে
এসো একদিন
তোমার ঘ্রাণে
গুছিয়ে নেব টুকরো কাচ
ছেঁড়াপাতার অভিমান
মাধবীলতা হবে
বেসুরো জীবন – এসরাজ
ঘুমন্ত খরগোশ জাগবে
মেঘ চুলে
ডানার তাপে
স্বপ্নদের হার্ট সচল
অদৃশ্য হাত-পালকে
দুরন্ত কলম
(আমার) অগোছালো শহরে
এসো একদিন
তোমার ঘ্রাণে
গুছিয়ে নেব টুকরো কাচ
ছেঁড়াপাতার অভিমান
মাধবীলতা হবে
বেসুরো জীবন – এসরাজ
ঘুমন্ত খরগোশ জাগবে
মেঘ চুলে
ডানার তাপে
স্বপ্নদের হার্ট সচল
অদৃশ্য হাত-পালকে
দুরন্ত কলম