চালতা বিলের পাড়ে পাড়ে
নৌকো বাঁধা সার,
দখিণ কোনে তেঁতুল ডালে
ডোমনী ভূতের দ্বার।
বিয়ের দিনে বাপ মরেছে
বর কেটেছে সাপ,
সেদিন থেকে ডোমনী পাগল
পেয়ে শোকের তাপ।
মনের দুখে ডোমনী দিলো
তেঁতুল গাছে ফাঁস,
দেখে সবাই উঠলো কেঁদে
সবযে হলো নাশ!
সাদা শাড়ি লাল ব্লাউজে
এলোকেশে রয়,
তেঁতুল গাছে পা দুলিয়ে
কিযেন কথা কয়।
ভালোবাসা মায়া পেতে
আকুল ছিলো মন,
ধারে কাছে লোকে গেলে
ভাবে আপনার জন।
মিষ্টি করে ডাকলে পাবে
শীতল পাতার ছায় ,
ফুলকো লুচি,মিষ্টি বোঁদে,
খাঁটি ঘিয়ে তায়।
ভয় না পেয়ে ভালোবেসে
বসলে গাছের তল
গুনগুনিয়ে গান শোনাবে
ফেলবে মিঠে ফল।
গেরামে তার সুনাম ছিলো,
ডোমনী ভালো খুব,
ভূত সমাজেও নেই বদনাম তার
ভালোবাসায় চুপ।
ভূত ডোমনীর ওই জীবন গাঁথা
শুনতে যারা চাও,
গল্প তো নয়,সত্যিকথা
চালতা বিলে যাও।