নীল জামা গায়ে দিয়ে যে পুতুল শিশুর হাতের
থেকে উঠে এসে খুব মগ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছে
আমার টেবিলে, তাকে নিমিষে ফিরিয়ে দিই আর
এক শিশুর জগতে, জগৎ বলতে আমি দেখি
যেখানে একটি বড় ধরনের বল আর মেঝে
পাশে উলটোনো ডেকচি, পাউডার কোটো ও চিরুনি
আমি পারি যে কোনও মুহূর্তে উঠে গিয়ে বলটিকে
অন্তত একটু শূন্যে তুলে একবার লুফে নিয়ে
চৌকির তলায় রেখে দিতে পারি, যেন আজকেই
ঘাড়ে তুলে নিতে পারি শিশুটিকে, আর উপচানো
চুল নেড়ে দেখবার মতো দোষ আমিও করব
সে সময় আমার টেবিল থেকে ঈষৎ ছায়াময় আলো
গিয়ে পড়ে থাকে ডেকচির আশেপাশে, চিরুনিতে
যে জগতে একটিই বড় বল থেমে আছে আজ।
এই দৃশ্য সামলিয়ে চলে আসি বাড়ির বাইরে।