ছেলে বেলায় ডুগডুগি বাজিয়েবাঁদর নাচ দেখাতো বানজারা,
আজ দেখছি উল্টো নিয়মে ডিগবাজি খায় মানুষেরা।
ডিগবাজি খায় মন্ত্রী আমলা
ডিগবাজি খায় পুলিশ উকিল,
কাকেরা আজকাল ছাত্র পড়ায় বোসে
ধর্নাতে যোগ্য কোকিল।
খাবার কোনো চিন্তা নাইখেয়ে যাও ডিগবাজি,
মন ভরবে পেট ভোরবেলক্ষী ভান্ডার নিতে রাজি।
আমার ছিল যা কিছু নীতিছেড়ে দিয়ে খাই ডিগবাজিতাই,
ছাড়লাম সব নেইকো ভীতিসঙ্গী হলে
হাতে হাত রাখো ভাই।