যে দুধসাদা দিনগুলো মুখ কালো করে
ফিরে এলো সময়ের সাজঘরে
তারা নির্দোষ ছিল
আমাদেরই নির্বাচনী ভুলে
নীলরক্ত জমে গেছে শতাব্দী শিরায়
সমবায় শেকড়েই ডারউইন নুনের প্রতিভা
খন্ড খন্ড অসমান দ্বীপের পতাকা
ভালবাসার সঙ্কীর্ণ পাল খাটাই
নিজস্ব নীড়ের মাস্তুলে
সাংসারিক স্বার্থপর ঘামে
ডুবে যায় কর্ম ব্যস্ত পড়শির মুঠি
সাধারণ হৃদয় গ’লে সমুদ্র হয় না
যেমন আমি বুদ্ধ নই তুমি চে’ নও
গৃহশ্রমিক কন্যা মেয়ের মতন মেয়ে নয়
সহযোগী দিনগুলো তবুও স্বপ্নে আসে
প্রতিযোগী শুক্রাণুর রাতে