পচন ধরেছে জিহ্বায় , শম্বুক- শুশ্রূষা নাও ।
আপৎকালীন ত্রাণে
জয়ের লালার নালে উজাগর উকুন গজাক !
সহস্র মমির চোখে নিরামিষ -নীরবতা
শুঁকে শুঁকে পুনরায় আকরিক হও ।
অহংকারী , তড়িঘড়ি যৌগের ফল খেতে গিয়ে
অখন্ড মৌলের আকুতি ভুলেছো ।
উই এর আয়ুতে পুড়ে শব্দবোধ পরিশুদ্ধ করো ।
এ চারণ ডাইনোসর- ভোর ,
ক্রুর কূট তন্ত্রের গেস্টাপো লোভে
অহেতুক অশুচি করো না ।
সুদীর্ঘ দ্রাঘিমার গণতান্ত্রিক ন্যায়ালয়ে
তোমার নৈতিক বিবর্তন এখনো সম্পূর্ণ নয় !
বিশুদ্ধ বনানীর নিরপেক্ষ মানবতা
বুকে নিয়ে ফিরে এসো ,
ডারউইন অপেক্ষা করছেন ।