মন খারাপের ডাক দিয়েছে
পাহাড় সাগর নদী,
অর্বাচীন মানুষ জাতির
চেতন জাগে যদি।
বলছে ডেকে,জ্ঞান,বোধেতে
তোরা হলি মানুষ!
নিজের পায়ে মারলি কুড়ুল
নেইযে তোদের হুঁশ!
প্রকৃতি তো মায়ের স্নেহে
করছে লালন তোদের,
মায়ের গায়েই আঘাত হানিস
লোভটা দেখি ঢের।
অকৃতজ্ঞ নির্বোধ যে তোরা
গুনতে হবে মাশুল,
বাঁচতে যদি চাসরে মানুষ,
আর করিসনে ভুল।