মানুষ তুমি তো নও,তুমি ভগবান,
আসিয়াছ পৃথিবীতে, নররূপ ধরে।
মুমূর্ষু মানুষেরে ,করো প্রাণদান,
জীবনের আলো জ্বালো,তারে সেবা করে।
রাত্রিদিন থাকো তুমি, আতুরের পাশে,
যন্ত্রণার উপশমে , ঔষধ প্রদানে।
শ্বাসকষ্টে রোগার্তেরে , জীবনের আশে,
বাঁচাও তাহারে তুমি,অক্সিজেন দানে।
ভগবান দেখি নি মোরা,দেখেছি তোমারে,
আতুর জনের পাশে , ভগবান রূপে।
দানিয়াছ তুমি দেব ,প্রাণ মৃতজনে,
তাহার শিয়রে থেকে ,তুমি চুপে চুপে।
আজ এক মহাব্যাধি ,পৃথিবী জুড়িয়া,
কাড়িতেছে মানুষের , মূল্যবান প্রাণ।
এ সময়ে তুমি যদি ,নাহি থাকো হেথা,
মরিবে মানুষ তবে,পশুর সমান।
দেবতা মন্দির আজ ,বদ্ধ কারাগার,
যারে পূজা এতদিন , করেছে মানুষ।
পাথরের মূর্তি তব , হৃদয় আগার,
ভর করি সেবিতেছে , অনাথ আতুর।