পঁচিশে বৈশাখ রয় নূতনের ডাক
মঙল কামনাতেই বেজে ওঠে শাঁখ।
রবীন্দ্রনাথ ঠাকুর আবির্ভাব দিনে
জয়ন্তী পালন করে বেজে ওঠে বিনে।
বিশ্বকবি জন্মদিনে পাঠকেরা স্মরে
নাটক কবিতা গানে মন কে যে হরে।
গীতিনাট্য করবেই ছোটদের আশা
ভানুসিংহ পদাবলী হবে এ ভরসা।
ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করে
কবির রচনা গীতে সুরে মাতে পরে।
কাব্য কবিতা নাটকে আছো তুমি কবি
সর্বক্ষেত্রে সর্বজনে ডাকে শুধু রবি।